লাউতারোকে কেনার সামর্থ্য নেই বার্সেলোনার: জামারানো

লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে চায় বার্সেলোনা। ট্রান্সফার মার্কেটে এটা বেশ পুরনো সংবাদ। তবে এখনও এ চুক্তির কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি। আর শেষ পর্যন্ত এ চুক্তি হবেও না বলে মনে করেন ইন্টার মিলানের সাবেক তারকা ইভান জামারানো। লাউতারোকে কেনার সামর্থ্য বার্সেলোনার নেই বলেই জানালেন তিনি।
lautaro martinez
ছবি: এএফপি

লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে চায় বার্সেলোনা। ট্রান্সফার মার্কেটে এটা বেশ পুরনো সংবাদ। তবে এখনও এ চুক্তির কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি। আর শেষ পর্যন্ত এ চুক্তি হবেও না বলে মনে করেন ইন্টার মিলানের সাবেক তারকা ইভান জামারানো। লাউতারোকে কেনার সামর্থ্য বার্সেলোনার নেই বলেই জানালেন তিনি।

গত মৌসুম থেকেই লাউতারোর উপর নজর ছিল বার্সেলোনার। চলতি মৌসুমের শুরু থেকেই তাকে কেনার গুঞ্জন। কিন্তু ইতালির ক্লাবটির পক্ষ থেকে বার্সেলোনার দেওয়া প্রস্তাবে এখনও কোনো রকমের ইতিবাচক কিছু মিলেনি। বার্সেলোনা চাইছে খেলোয়াড় বিনিময় করতে। কিন্তু লাউতারোর রিলিজ ক্লজের পুরো টাকাই চায় ক্লাবটি। যদিও বার্সার আর্তুরো ভিদালের প্রতি নজর রয়েছে ক্লাবের কোচ আন্তোনিও কন্তের।

তবে শেষ পর্যন্ত আর্থিক কারণেই এ চুক্তি হবে না বলে মনে করেন জামারানো। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে বেশ আর্থিক ঘাটতিতে পড়েছে বার্সা। যে কারণে খেলোয়াড়-কোচদের বেতন ৭০ শতাংশ দিচ্ছে না তারা। এ সব কারণেই এমনটা বলছেন জামারানো। মেক্সিকান গণমাধ্যম মিশন টিইউডিএনকে তিনি বলেন, 'বার্সেলোনার আর্থিক সমস্যা রয়েছে যার ফলে লাউতারোকে কেনার পক্ষে সমর্থন করে না, তাই আমার মতে সে থাকছে। আমার কোনো সন্দেহ নেই।'

তবে ভিদালকে যেহেতু কন্তের পছন্দ তাই অদল বদলে রাজি হতে পারে ইন্টার এমন সংবাদই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কিন্তু সেটা হলেও বার্সেলোনা ১০০ মিলিয়ন ইউরো সঙ্গে নিয়েই এ ট্রান্সফারে আগাতে হবে বলে জানান জামারানো, 'আমি নিশ্চয়তা দিতে পারি লাউতারো ইন্টারের ভবিষ্যৎ। লাউতারোকে নিতে হলে বার্সেলোনাকে কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো টেবিলে রেখে আসতে হবে। কন্তে ভিদালকে খুব পছন্দ করে কিন্তু প্রথমে তাদের ১০০ মিলিয়ন নিয়ে আসতে হবে।'

এদিকে পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড এদিসন কাভানির ইন্টারে যোগ দেওয়ার গুঞ্জন চড়া। অনেকের ধারণা লাউতারোর বিকল্প হিসেবেই তাকে আনা হচ্ছে। কিন্তু এমনটা ভাবছেন না জামারানো, 'আমি সত্যিই আশা করছি লাউতারো ইন্টারেই থাকবে। সে তরুণ একজন খেলোয়াড়, ২২ বছর বয়স, কাভানি তার চেয়ে ১১ বছরের বড় এবং বিভিন্ন ক্লাবে খেলা অনন্য অভিজ্ঞতা রয়েছে। তবে কাভানির আসার কারণে লাউতারোকে বিক্রি করে দেওয়ার কোনো সম্পর্ক নেই।'

তাহলে কাভানিকে কেন আনা হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন এ সাবেক চিলিয়ান তারকা, 'কাভানি শুরুর করার জন্য একজন বিকল্প হতে পারে। অনেক গুঞ্জন রয়েছে আলেক্সিস সানচেজ আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাচ্ছে এবং কাভানি ফরোয়ার্ড লাইনে তার জায়গাটা পূরণ করতে পারে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago