নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৪৫ জন
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ১৪৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে। সিটি করপোরেশন এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি।’
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, পুরো জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় এক হাজার ১৫ জন আক্রান্ত রোগীর মধ্যে মারা গেছেন ৪৯ জন। সদর উপজেলায় আক্রান্ত ৭৭২ জনের মধ্যে মারা গেছেন ১৬ জন, সুস্থ হয়েছেন ২০৪ জন। রূপগঞ্জ উপজেলায় ২৩৯ জন আক্রান্তের মধ্যে একজন মারা গেছেন, সুস্থ হয়েছেন আট জন। সোনারগাঁও উপজেলায় ১৭৮ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন পাঁচ জন ও সুস্থ হয়েছেন ২০ জন। আড়াইহাজার উপজেলায় ৯৮ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩০ জন। বন্দর উপজেলায় ৬৮ জন আক্রান্ত হয়ে একজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১৩ জন।
Comments