রন হক সিকদারের বিরুদ্ধে মামলা ভিত্তিহীন ও বানোয়াট: ন্যাশনাল ব্যাংক
‘সিকদার গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা’ শিরোনামে দ্য ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত একটি খবরের ব্যাপারে সিকদার গ্রুপ অব কোম্পানির মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পক্ষ থেকে একটি ব্যাখ্যা হাজির করা হয়েছে।
অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার স্বাক্ষরিত ব্যাখ্যায় এনবিএল বলেছে, সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারের বিরুদ্ধে এক্সিম ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণের আবেদন নিয়ে একটি মামলা হয়েছে।
এনবিএলের দাবি, এরকম কোনো ঋণের আবেদন করেননি রন হক সিকদার। তাকে সামাজিকভাবে হেয় করতে এই মামলাটি করা হয়েছে।
তারা আরও বলেছে, রন হক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও এর বোর্ড অব ডিরেক্টররা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। যে মামলাটি হয়েছে তা ‘ভিত্তিহীন ও বানোয়াট’। রন হক, ন্যাশনাল ব্যাংক ও এর বোর্ড অব ডিরেক্টরদের হেয় করা ছাড়া এই মামলার কোনো উদ্দেশ্য নেই।
Comments