করোনায় আরও ১ পুলিশ সদস্যের মৃত্যু
করোনা আক্রান্ত আরও এক পুলিশ কর্মকর্তা রাসেল বিশ্বাসের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আজ দুপুরে রাজধানী ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অ্যাসিট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ মে তিনি করোনা শনাক্ত হন। এরপর থেকে তিনি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয়রীতি মেনে তাকে দাফন করা হবে।
এ নিয়ে করোনা আক্রান্ত ১৫ পুলিশ সদস্যের মৃত্যু হলো। মৃত পুলিশ সদস্যরা হলেন নেকবার হোসাইন, নাইমুল হক, জালাল উদ্দিন খোকা, মোখলেসুর রহমান, আশেক মাহমুদ, জসিম উদ্দিন, মামুনুর রশীদ, রঘুনাথ রায়, মোশাররফ হোসাইন, আব্দুল খালেক, সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান তালুকদার, নাজিরউদ্দিন এবং রাজু আহমেদ।
Comments