লালমনিরহাটে পুলিশ সেজে ছিনতাই: গ্রেপ্তার ১
লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সেজে ধানবীজ ও টাকা ছিনতাই মামলার প্রধান আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।
হাফিজুল ইসলামের বাড়ি উপজেলার পশ্চিম বেজগ্রামে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৩ মে নীলফামারী জেলার সৈয়দপুর থেকে ধানের বীজ কিনে লালমনিরহাট ফিরছিলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন। এসময় পথে পুলিশ কর্মকর্তা সেজে কয়েকজন হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় শাহাদাতের কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার ও বিকাশে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। গাড়ি থেকে দেড় লাখ টাকার ধানবীজও নামিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন শাহাদত। পরে এ ঘটনায় থানায় দুইজনের নামে মামলা করেন তিনি।
Comments