কুষ্টিয়ায় আরও ৮ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় নতুন করে আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল হক দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় নতুন করে আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল হক দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে আজ ৫৩টি নমুনা পরীক্ষায় ৮টি কোভিড-১৯ শনাক্ত হয়েছে। 

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুরের তিন জন ও শহরের পেয়ারাতলার একজন, ভেড়ামারার চাঁদগ্রাম, নওদাপাড়া ও বারোদাগের চার জন রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত ৪৭ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ১৫ জন, ভেড়ামারায় ছয় জন, মিরপুরে ৯ জন, কুষ্টিয়া সদরে আট জন, কুমারখালীতে আট জন ও খোকসায় একজন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৫ জন।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

5m ago