ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীর ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রতিবেশীর তালাবদ্ধ ঘর থেকে সাত বছরের শিশু রিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।
এলাকাবাসী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল আটটার দিকে নাস্তা খেয়ে রিমা অন্যান্য দিনের মত বাড়ি থেকে খেলতে বের হয়। রিমাকে তিন-চার ঘণ্টা দেখতে না পেয়ে বাবা-মা আশপাশের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে দুপুর এক টার দিকে প্রতিবেশী তালাবদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে এক ব্যক্তি একটি শিশুকে মেঝেতে পড়ে থাকতে দেখে সবাইকে জানায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুকন্যার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি জানান, সকাল নয়টার পর থেকেই আব্দুল বারেক, তার স্ত্রী ও তিন সন্তান বাড়িতে নেই বলে এলাকাবাসী জানিয়েছে। কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে।
তিনি বলেন নিহতের বাবা ওই পরিবারকে অভিযুক্ত করে বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেছে।
Comments