বরিশালে ১৪ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদী থেকে ১৪ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু পোনাসহ মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
আজ শুক্রবার ভোররাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ টিম অভিযান চালিয়ে এসব জব্দ করে। এসময় রেণু পোনা ধরার কাজে নিয়োজিত জেলেরা পালিয়ে যান বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইয়িদ।
পরে আজ সকাল ১১টায় জব্দকৃত রেণু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এসময় জেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments