মুর্শিদাবাদে জেএমবি সদস্য আব্দুল করিম গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের পুলিশ।
Abdul Karim-1.jpg
আব্দুল করিম। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের পুলিশ।

আজ শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আব্দুল করিম নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, আজ সকালে মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় থানা পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আবদুল করিম ‘বড় করিম’ নামেও পরিচিত।

তাকে প্রথমে নিম্ন আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।

এনডিটিভি আরও জানায়, ভারতে আত্মগোপনে থাকা জেএমবির একাধিক সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জেএমবি প্রধান সালাউদ্দিন সালাহিনের অন্যতম সঙ্গী আব্দুল করিম মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকার প্রধান ছিলেন।

পুলিশ বলছে, আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদ করে সালাউদ্দিনের খবর পাওয়া যেতে পারে।

আটককৃতের কাছ থেকে বেশ কিছু নথি ও কাগজপত্র পেয়েছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ২০১৮ সালে অভিযান চালিয়ে আব্দুল করিমের বাসা থেকে প্রচুর বিস্ফোরক ও জেহাদি বইপত্র বাজেয়াপ্ত করা হয়। সেসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ।

Comments