আত্রাই নদীতে গোসলে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার দুপুর একটার দিকে বীরগঞ্জের আত্রাই নদীর ঝাড়বাড়ি-জয়গঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নতুন গড়েয়া এলাকার বাবুল ইসলামের ছেলে রায়িম ইসলাম ও নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম। রায়িম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ও সৌরভ ইসলাম গড়েয়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নতুন গড়েয়া এলাকা থেকে পাশের উপজেলা বীরগঞ্জের আত্রাই নদীর ঝাড়বাড়ি-জয়গঞ্জ খেয়াঘাট এলাকায় গোসল করতে যায় আট শিক্ষার্থী। নদীর পানিতে নামার পর প্রবল স্রোতে রায়িম ও সৌরভ তলিয়ে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে খানসামা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল শিক্ষার্থীদের উদ্ধারে নদীতে নামে। কিন্তু, নিখোঁজ দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘নদীতে শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল এসে উদ্ধার কাজ শুরু করা হয়। কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি।’
নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের রংপুর আঞ্চলিক কার্যালয়ের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান তিনি।
Comments