মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

মেহেরপুর জেনারেল হাসপাতালে আজ করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তি উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ার বাসিন্দা ছিলেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

মেহেরপুর জেনারেল হাসপাতালে আজ করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তি উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ার বাসিন্দা ছিলেন।

আজ শুক্রবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।’

তিনি আরও জানান, বারিউজ্জামান ঢাকায় থাকতেন। ঈদে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার দুপুরে তার করোনার উপসর্গ দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয় ও পরে তিনি হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নমুনা পরীক্ষা রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডা. মোকলেছুর রহমান।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

1h ago