সবার আগে মাঠে দর্শক ঢোকার অনুমতি দিল পোল্যান্ড
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় ধীরে ধীরে ফুটবল লিগ ফের শুরু হচ্ছে ইউরোপে। বন্ধ স্টেডিয়ামে দর্শক অবস্থায় চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও বিতর্ক থেমে নেই। অনেকেই এর বিপক্ষে। সেখানে নিজেদের লিগে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড। শুক্রবার সংবাদ সম্মেলন করেই বিষয়টি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মরাভিয়েৎস্কি।
৭৬ দিন বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (২ জুন) থেকে ফের শুরু হচ্ছে পোলিশ লিগ একস্ত্রাকলাসা। গত মার্চ থেকেই স্থগিত হয়ে আছে এ লিগ। তবে সমর্থকরা মাঠে বসে ফুটবল উপভোগ করতে পারবেন ১৯ জুন থেকে। তবে পুরো স্টেডিয়াম জুড়ে সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শক ঢুকতে পারবে।
পোলিশ ফুটবল লিগ পিজেডপিএনের সঙ্গে আলোচনার পর আগামী ১৯ জুন থেকে একস্ত্রাকলাসা, ফরচুনা ১ ও ২ এর সব ম্যাচে ২৫ শতাংশ সমর্থক ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। তবে টিকেট সংগ্রহ করতে হবে অনলাইন থেকে। আর ইউরোপে প্রথম দেশ হিসেবে দর্শকদের উপস্থিতি নিশ্চিত করতে পারায় দারুণ খুশী দেশটির সরকার।
ইউরোপে অবশ্য হাঙ্গেরি, চেক রিপাবলিক, এস্তোনিয়া ও ফারো আইল্যান্ড নিজেদের লিগ শুরু করেছে আগেই। শীর্ষ পাঁচ লিগের মধ্যে জার্মান বুন্ডেসলিগাও শুরু হয়েছে। কোনো দেশই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি। তবে ঝুঁকি এড়াতে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস নিজ নিজ লিগ বাতিল করেছে।
Comments