মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমে জীবন যুদ্ধে হেরে গেলেন নাছির

মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধে নেমে জীবন যুদ্ধে হেরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারের ব্যবসায়ী আবু নাছির (৩৫)।
ছবি: মাসুক হৃদয়

মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধে নেমে জীবন যুদ্ধে হেরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারের ব্যবসায়ী আবু নাছির (৩৫)।

আজ শনিবার সকালে নাছিরের ভাগিনা সোহাগ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় রেনেসাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়। মরদেহ এখন ধানমন্ডি থানায় আছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ বিজয়নগরের বাড়িতে নেওয়া হবে।’

নাছির বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামূড়া গ্রামের আবু শামার ছেলে। গত ২৪ মে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া ও তার সহযোগীরা লোহার রড ও শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে নাছিরের ডান হাত ও ডান পা ভেঙে দেয়।

সেজামূড়া গ্রামের ইউপি সদস্য বাসির মিয়া বলেন, ‘গত ২৩ মে বিকালে স্থানীয় হুমায়ূন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সভার আয়োজন করেছিল নাছির। তাতে গ্রামের ৬০ থেকে ৬৫ জন মুরুব্বি ও যুবক অংশ নেন। তারা সিদ্ধান্ত নেন, গ্রামের ওপর দিয়ে মাদক পাচার করতে দেওয়া হবে না।’

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে যদি উল্লেখ থাকে আঘাতজনিত কারণে নাছিরের মৃত্যু হয়েছে, তাহলে তার বাবার করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। কাউসারসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’

আরও পড়ুন:

মাদকবিরোধী সভা করার ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারিদের হামলা

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

Now