এক্সিম ব্যাংকের ঘটনার তদন্ত চায় এবিবি

ছবি: সংগৃহীত

এক্সিম ব্যাংকের এমডিকে আটক ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। একইসঙ্গে এ ঘটনার পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।

আজ শনিবার এবিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই উদ্বেগ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভিযোগে উল্লিখিত এই ধরনের অনভিপ্রেত ঘটনা ব্যাংকারদের তথা সামগ্রিকভাবে দেশে ও বিদেশে, সংশ্লিষ্ট সকলের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে এবিবি।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘ব্যাংক খাতে সুষ্ঠু ও পেশাদার কাজের পরিবেশ বজায় রাখার স্বার্থে এবিবি যে কোনো বেআইনি কার্যকলাপ প্রতিরোধে সংশ্লিষ্ট মহলের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে।’

গত ২৬ মে দৈনিক প্রথম আলোয় ‘এক্সিম ব্যাংকের এমডিকে গুলি, আটকে রেখে নির্যাতন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর আরও কিছু সংবাদমাধ্যমে একই বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন:

সিকদার গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা 

রন হক সিকদারের বিরুদ্ধে মামলা ভিত্তিহীন ও বানোয়াট: ন্যাশনাল ব্যাংক 

২৫ মে ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে ‘দেশ ছেড়েছেন দুই ভাই’

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago