যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরের স্টেডিয়ামপাড়ার জিমনেশিয়াম এলাকায় গতরাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আল-মামুন (১৮) নামের এক যুবক খুন হয়েছেন। পূর্ব শত্রুতার জের তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটায় তার মৃত্যু হয়।
খুনের শিকার আল-মামুন স্টেডিয়ামপাড়ার আবুল বাশারের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
নিহতের বন্ধু একই এলাকার আরাফাত হোসেন জানিয়েছেন, মাগরিবের পর আল-মামুন টিটো হেলালসহ কয়েকজন বন্ধু মিলে তারা শহরের জিমনেসিয়ামের পশ্চিমগেটের সামনে বসে গল্প করছিলেন। এ সময় সরকারি এমএম কলেজের পাশে বসবাসকারী কয়েকজন দলবদ্ধ হয়ে এসে আল-মামুনের সঙ্গে মারামারি শুরু করে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে আল-মামুন গুরুতর আহত হন। রাত সাড়ে সাতটায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ডা. রায়হাতুল ইসলাম রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা চালানো হয়।
যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর মিলন হোসেন বলেন, ‘ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপের হাতে মিলন খুন হয়েছে। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। হত্যাকারীদের আটকের বিষয়ে জোর চেষ্টা চলছে।’
Comments