করোনা শনাক্তে হবিগঞ্জে পিসিআর ল্যাব
করোনা শনাক্তে হবিগঞ্জে স্থাপিত হবে পিসিআর ল্যাব। জেলা শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজে এ ল্যাব স্থাপন হবে। আজ শুক্রবার হবিগঞ্জের সংসদ সদস্য আবু জাহির এ তথ্য নিশ্চিত করেন।
ল্যাবের জন্য ইতোমধ্যে পাঁচ জন টেকনেশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। এখন শুধু মেশিনের অপেক্ষা। সরকার পক্ষ থেকে শিগগির একটি মেশিন ক্রয়ের পর পাঠানো হবে বলে জানিয়েছেন এমপি আবু জাহির।
পিসিআর ল্যাব স্থাপনের লক্ষ্যে ২০ মে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঁচ জন ল্যাব টেকনেশিয়ান নিয়োগের চিঠি পাঠায়। তাদের দুইজন হবিগঞ্জের। বাকী তিন জন ঢাকা, সিলেট ও মৌলভীবাজার থেকে এসেছেন।
জানা গেছে, করোনার হটস্পট নারায়ণগঞ্জসহ অনেক স্থান থেকে আসা লোকজনের মাধ্যমে হবিগঞ্জে শুরু হয় এই ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন। ইতোমধ্যে এখানে আক্রান্তের সংখ্যা ১৭১ জন। মারা গেছে এক শিশু। সিলেট বিভাগের প্রবেশ দ্বার এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রেড জোন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল হবিগঞ্জকে।
এমপি আবু জাহির বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পাঁচ জন টেকনেশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। শিগগির একটি পিসিআর মেশিন প্রেরণ করা হবে ঢাকা থেকে। তার পরপরই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে আমরা আশাবাদী।’
Comments