খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু
খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টা ১০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
খুলনা জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে। ঢাকায় একটি মোবাইল সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন তিনি।
Comments