মৌলভীবাজারে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
মৌলভীবাজারের সদর উপজেলায় আনোয়ার মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার বাড়ির পাশে মরদেহ ফেলে রেখে যায়। সকালে আনোয়ার মিয়ার প্রতিবেশীরা তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানায়। তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’
Comments