নিজের দেখা সেরা তিন ব্যাটসম্যানের নাম বললেন ইয়ান গোল্ড

ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা নয়। তবে আম্পায়ার হিসেবে নাম কুড়িয়ে নিজের ক্রিকেটার পরিচয় একদম ছাপিয়ে গিয়েছেন ইয়ান গোল্ড। ১৩ বছরে আড়াইশোরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে খেলতে দেখেছেন বহু ব্যাটসম্যানকে। শত শত ব্যাটসম্যান থেকে নিজের দেখা সেরা তিনজন বেছে নিয়েছেন গত বছর অবসরে যাওয়া এই ইংলিশ আম্পায়ার।
Ian Gould
ফাইল ছবি: এএফপি

ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা নয়। তবে আম্পায়ার হিসেবে নাম কুড়িয়ে নিজের ক্রিকেটার পরিচয় একদম ছাপিয়ে গিয়েছেন ইয়ান গোল্ড। ১৩ বছরে আড়াইশোরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে খেলতে দেখেছেন বহু ব্যাটসম্যানকে। শত শত ব্যাটসম্যান থেকে নিজের দেখা সেরা তিনজন বেছে নিয়েছেন গত বছর অবসরে যাওয়া এই ইংলিশ আম্পায়ার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে সম্প্রতি এক সাক্ষাতকার দেন গোল্ড। তাকে প্রশ্ন করা হয়েছিল মাঠের সবচেয়ে সেরা পজিশনে দাঁড়িয়ে অসংখ্য ব্যাটসম্যানের খেলা দেখেছেন তিনি। এদের মধ্য থেকে সেরা বাছতে হলে কাদের নেবেন গোল্ড?

কোন দ্বিধা না করেই শুরুতেই দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের নাম নিলেন তিনি, এসেছে শচিন টেন্ডুলকার আর বিরাট কোহলির কথাও, ‘জ্যাক ক্যালিস। ক্যালিসকে খেলতে দেখা ভালবাসতাম। সে দারুণ দারুণ খেলোয়াড়। শচিন এবং সম্ভবত বিরাট। আমার দুর্ভাগ্য সেরা সময়ের পন্টিংকে আমি পাইনি। সে অসাধারণ চরিত্র, অসাধারণ অধিনায়ক। অস্ট্রেলিয়ান হিসেবেও গর্বিত থাকত। আমার আম্পায়ারিং করার শুরুর দিকে তার ক্যারিয়ার প্রায় অস্তগামী। সে দারুণ সহযোগিতা পরায়ণ। তাকে আউট ঘোষণা করতে খারাপ লাগত।’

গোল্ড জানান, ক্যালিসের ব্যাটিংয়ের সৌন্দর্য মোহিত করত তাকে। তবে জীবনের জন্য ব্যাট করতে বেছে নিতে হলে তিনি বাছবেন ভারতীয় কিংবদন্তি শচিনকেই, ‘আর জ্যাক ক্যালিসের কথা যদি বলেন, আমি বোধহয় সারাদিন তার ব্যাটিং দেখতে চাইব। বিরাটকেও একইরকমভাবে। তবে তুমি যদি জীবনের জন্য ব্যাট করতে কাউকে বেছে নিতে চাও তাহলে সে হবে শচিন।’

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

55m ago