বরিশাল বোর্ডে উত্তীর্ণের হারে শীর্ষে পিরোজপুর

এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীন ছয়টি জেলার মধ্যে উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। এবার জেলা থেকে ৮৩ দশমিক ৯৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে ভোলা জেলায়, ৭৬ দশমিক ১৮ শতাংশ।
আজ রোববার দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত ফলাফল তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
পিরোজপুরের সাতটি উপজেলার ২৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১৩ হাজার ২৫৯ জন অংশ নিয়েছিল। তার মধ্যে ১১ হাজার ১৩৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ছাত্রের সংখ্যা পাঁচ হাজার ২৭ জন ও ছাত্রীর সংখ্যা ছয় হাজার ১০৮ জন। নয়টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পটুয়াখালীতে উত্তীর্ণের হার ৮৩ দশমিক ২০ শতাংশ, বরগুনায় ৮৩ দশমিক ১৪ শতাংশ, বরিশালে ৭৬ দশমিক ৭৪ শতাংশ ও ঝালকাঠি জেলায় ৭৯ দশমিক ৫৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আরও পড়ুন:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭ শতাংশ
Comments