জাজিরা উপজেলা ভাইস চেয়ারম্যানের করোনা শনাক্ত
শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের করোনা শনাক্ত হয়েছে। তিনি গত ২৭ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে।
আজ রোববার রাতে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. হাসান বলেন, ‘দুপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) থেকে জাজিরা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তিনি ঢাকায় আছেন।’
তিনি আরও বলেন, 'গত ২৭ মে ৬৫ বছর বয়সী ভাইস-চেয়ারম্যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তার করোনার উপসর্গ থাকায় আমরা তাকে নমুনা দেয়ার জন্য অনুরোধ করি। তখন তিনি করোনা পরীক্ষার নমুনা দেন। এছাড়া, তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে।’
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আবদুর রশিদ বলেন, ‘আজ পর্যন্ত জেলায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৪ জন সুস্থ হয়েছেন ও তিন জন মারা গেছেন।’
Comments