চাঁদপুর লঞ্চঘাটে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধির দেখা নেই
সারা দেশে লঞ্চ, বাস, ট্রেনসহ গণপরিবহন সেবা চালু হওয়ায় কর্মমুখি লোকজন ছুটছেন যার যার গন্তব্যে। আজ সোমবার লঞ্চ চলাচলের দ্বিতীয় দিনেও চাঁদপুর লঞ্চঘাট যাত্রীর চাপে বেহাল দশা দেখা গেছে।
চাঁদপুরসহ আশেপাশের ঢাকাগামী হাজার হাজার যাত্রী সকাল ১১টার পর চাঁদপুর ঘাটে এসে ভিড় জমান।
ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত চারটি লঞ্চ নিয়মনীতি মেনে চললেও এর পর থেকে সবকটি লঞ্চকে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে চাঁদপুরঘাট ছেড়ে যেতে দেখা গেছে। এতে করে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে সবাইকে।
এ ব্যাপারে লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ভিড় ঠেকাতে লঞ্চগুলোকে নির্দিষ্ট সময়ের এক-দেড় ঘণ্টা আগে ঘাট ত্যাগ করাচ্ছি। এছাড়া আর কোনো উপায় ছিল না।’
চাঁদপুর নৌ পুলিশের ওসি জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘আমরা অনেক চেষ্টা করে যাত্রীর চাপ কমাতে পারছি না। লঞ্চ কর্তৃপক্ষও তা সামাল দিতে পারছে না।’
Comments