মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জের ঘিওরে গৃহবধূ ধর্ষণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ এ তথ্য নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।
তিনি জানান, ঈদের আগের দিন বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। গতকাল বরটিয়া বাজারে গেলে সেখানে তার শ্বশুরবাড়ির এক আত্মীয় বাজারের পাশের নির্জন ভিটায় নিয়ে যায়। সেখানে দলবেধে তাকে ধর্ষণ করা হয়।
রোববার রাতে গৃহবধূর মা বাদী হয়ে ৭-৮ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি।
Comments