দিনাজপুরে কাজের দাবিতে হোটেল শ্রমিকের বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিকেরা কাজের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন।
ছবি: স্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিকেরা কাজের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন।

আজ সোমবার বেলা ১২ টায় তারা পৌর শহরে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেন।

হোটেল শ্রমিকরা বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত দুই মাস থেকে হোটেল রেঁস্তোরা বন্ধ ছিল, বর্তমানে হোটেল রেস্তরা খুললেও সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলছে। এ কারণে হোটেল মালিকেরা অর্ধেক শ্রমিককে বাদ দিয়েই তাদের হোটেল চালাচ্ছে। ফলে, এ উপজেলার শ্রমিকদের একটি বড় অংশ কর্মহীন হয়ে মানবেতরভাবে দিন কাটাচ্ছেন।’

এই সমস্যার সমাধানের দাবি করেন শ্রমিকরা।

এ সময় হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আনান্দ মহন্ত, সাধারণ সম্পাদক লাল বাবুসহ হোটেল শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

হোটেল মালিকেরা বলছেন, ‘গত কয়েকদিন থেকে হোটেল রেস্তোরা খুললেও, গ্রাহক নেই বললেই চলে। যে কারণে তাদের ব্যবসাও খুব একটা ভালো হচ্ছে না। এই অবস্থা চললে তাদেও পক্ষে শ্রমিক নেওয়া সম্ভব নয়। তাই অল্প সংখ্যক শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নিজের প্রয়োজনে শ্রমিকদের কাজে লাগাবেন।’

আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরী।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago