শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে অফিস খোলার অনুমতি

শিক্ষার্থীদের ভর্তি, পরীক্ষাগার, গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজ চালানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, সরকারি দপ্তর সীমিত আকারে খুলেছে। সে অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের প্রশাসনিক কাজ সীমিত পরিসরে চালাতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয় সবাইকে কর্মক্ষেত্রে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। এ ছাড়া, প্রবীণ, যারা রোগে ভুগছেন ও অন্তঃসত্ত্বাদের অফিসে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে কারণে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
Comments