‘রহস্যময়’ সাবমেরিন নিয়ে নতুন উচ্চতায় ইরান

Iran UUV
ছবি: ফোবর্স থেকে নেওয়া

গত সপ্তাহে নতুন এক নৌযানের মডেল জনসম্মুখে প্রকাশ করে আন্তর্জাতিক সমরক্ষেত্রে নতুন রূপে আবির্ভাব ঘটিয়েছে ইরান। আকৃতিগত দিক থেকে সেই নৌযানটি হতে পারে খুবই ছোট বা অনেক বড়। তবে সেটি ছিল চালকবিহীন সাবমেরিন (ইউইউভি)।

গত ২৯ মে ফোবর্স ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, ‘যদি ভুল না হয়, এটি ইরানের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। অর্থাৎ, এর মাধ্যমে ইরান এমন একটি এলিট ক্লাবে যোগ দিবে যে ক্লাবের অন্য সদস্য হিসেবে রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী।’

প্রতিবেদনটিতে ইরানের চালকবিহীন ডুবজাহাজকে তুলনা করা হয়েছে বোয়িং ওরকা এক্সট্রালার্জ আনক্রুড আন্ডারওয়াটার ভেইকেলের (এক্সএলইউইউভি) সঙ্গে। যুক্তরাষ্ট্র এটির উন্নয়ন কাজ করছে।

তবে এক্সএলইউইউভি তুলনায় ইরানের চালকবিহীন ডুবজাহাজগুলো দামে অনেক সস্তা হবে বলেও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনটিতে।

ইরানের এই ডুবজাহাজের মডেল সম্প্রতি দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের নৌবাহিনীর হাতে নতুন ১০০ নৌযান তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

বিপ্লবী গার্ডের এই নৌবাহিনীকে পারস্য উপসাগরে গত বছর বিভিন্ন ট্যাংকারে মাইন হামলার জন্যে দায়ী করা হয়।

এমন পরিস্থিতিতে ইরান নতুন চালকবিহীন ডুবজাহাজ তৈরি করলে উপসাগরীয় অঞ্চলে দেশটির শক্তি ও সম্মান অনেক বেড়ে যাবে বলেও মন্তব্য করে ফোবর্স।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago