বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া বাতিলের দাবি ক্যাবের

দেশে চলমান করোনা মহামারির সময়ে শর্ত সাপেক্ষে বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিলের দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
Public transport
ছবি: স্টার

দেশে চলমান করোনা মহামারির সময়ে শর্ত সাপেক্ষে বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিলের দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আজ মঙ্গলবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার যে সব শর্ত দিয়ে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সেসব শর্ত বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবসম্মত নয়।

সরকার ভাড়া শতকরা ৬০ ভাগ বাড়ালেও অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহামারির এই দুর্যোগকালে দীর্ঘ দুই মাস ছুটিতে জনজীবন যখন এমনিতেই বিপর্যস্ত তখন বাস-মিনিবাসের বর্ধিত ভাড়ায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্তের জীবন আরও দুর্বিসহ হয়ে উঠেছে।

এতে আরও বলা হয়, ‘ক্যাব মনে করে, বাসের ভাড়া বৃদ্ধি করা হলে এর প্রভাব অন্যান্য খাতেও পড়বে, মুদ্রাস্ফীতি দেখা দেবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে।’

এসব কারণে বাস ও মিনিবাসের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago