মৃত্যুর পর করোনা শনাক্ত, গলাচিপায় ১০০ বাড়ি লকডাউন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে ১০০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এই গ্রামের এক নারী মারা যাওয়ার পর মরদেহের নমুনা থেকে করোনা শনাক্ত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সেই সঙ্গে ওই নারীর স্বামী, তিন মেয়ে, শাশুড়িসহ ১০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। লকডাউন ঘোষণা করা বাড়িগুলোতে চৌকিদারদের দিয়ে পাহারা বসানো হয়েছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম জানান, গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী মনিরা বেগম দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ২৭ মে কিডনির সমস্যা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসকদের সন্দেহ হলে কোভিড-১৯ পরীক্ষার জন্য মনিরা বেগমের নমুনা সংগ্রহ করা হয়। ৩০ মে সেখানে তিনি মারা যান এবং তাকে গ্রামে নিজের বাড়িতে সাধারণভাবে দাফন করা হয়। পরে রিপোর্টে জানা যায় যে তিনি আসলে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম জানান, ওই নারীর আশপাশের ১০০ বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের কারও ওষুধ বা খাদ্যের প্রয়োজন হলে উপজেলা প্রশাসন সরবরাহ করবে।
Comments