দ. কোরিয়ায় দ্বিতীয় দফা সংক্রমণের আশঙ্কা, নতুন শনাক্ত ৪৯

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৯০ জনে।
Coronavirus
করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষায় মাস্ক পরেই ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৯০ জনে।

দ্য কোরিয়ান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৪৫ জনই দেশটির রাজধানী সিউলের বাসিন্দা। বাকী চার জনের মধ্যে একজন দায়গু শহরের এবং তিন জন দেশটির বাইরে থেকে আসার সময় চেকপোস্টে শনাক্ত হয়।

গত ৮ মে সিওলের ইটাওনে নাইটক্লাবগুলো খুলে দেওয়ার পর সেখানে করোনা রোগীর শনাক্ত হওয়ার পর চার সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানীতে আবার রোগীর সংখ্যা বাড়ছে। এই সময়ের মধ্যে সিওল, জিয়ংগি প্রদেশ এবং ইনচিয়নসহ মহানগর অঞ্চলে রোগীর সংখ্যা ১ হাজার ৪১৮ থেকে বেড়ে ২ হাজার ২৩ এ পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়া লকডাউন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় রয়েছে। এরই মধ্যে নতুন করে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হতে থাকায় দ্বিতীয় দফা সংক্রমণের আশঙ্কা রয়েছে দেশটিতে।

করোনাভাইরাসের ব্যাপারে শুরু থেকেই অত্যন্ত সতর্ক এবং কঠোর অবস্থায় দক্ষিণ কোরিয়া। প্রথম রোগী শনাক্ত হওয়ার পরই তারা দেশ ব্যাপী ব্যাপক হারে পরীক্ষা এবং শনাক্ত রোগীদের সংস্পর্শে যারাই এসেছে তাদের কোয়ারেন্টিনে নেওয়ার মাধ্যমে ভাইরাসেটির বিস্তার নিয়ন্ত্রণে রেখেছে। আর এর মাধ্যমে দেশটি কোভিড-১৯ মোকাবিলায় সাফল্যের উদাহরণ হয়ে ওঠে।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

28m ago