ঝিনাইদহে বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। গত মঙ্গলবার রাতে এই যৌথ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের এসএসপি শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে নিষিদ্ধ সীমা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এ সময় প্রায় ১ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।
এ ঘটনায় ওই ঔষধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, জব্দকৃত ওষুধ অনেক আগেই বিক্রয় নিষিদ্ধ করা হয়। এছাড়া নিন্ম মানের কিছু ওষুধ সেখানে সিলগালা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে নকল প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments