করোনা উপসর্গ নিয়ে চউকের নগর পরিকল্পনাবিদের মৃত্যু
চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমদ (৫৬) মারা গেছেন।
আজ বুধবার নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে সন্ধ্যা ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চউকের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সারোয়ার গত তিন বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ভারতে গিয়ে কয়েকবার চিকিৎসাও নিয়েছিলেন তিনি। ঈদের দিন তার জ্বর আসে। পরিস্থিতি খারাপ হলে গতকাল একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়।’
শাহিনুল ইসলাম বলেন, ‘সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় মারা যান তিনি।’
Comments