করোনায় চমেকের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান মারা গেছেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি জানান, চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ডা. মুহিদুল হাসান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রায় ১০ দিন আগে ডা. মুহিদুল হাসানের করোনা শনাক্ত হয়। তখন থেকেই তিনি চমেক হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫-৬ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা যান। এ নিয়ে করোনায় চট্টগ্রামে দুই জন চিকিৎসক মারা গেলেন।’
Comments