সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জেনারেল ম্যানেজার বেলাল হোসেন বলেন, ‘বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা চিঠি আদান-প্রদানের পর বৃহস্পতিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বন্দর চালু করা হয়েছে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত ২৫ মার্চ সোনামসজিদ স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। দুই মাস ১০ দিন পরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলো।
Comments