করোনায় রানা প্লাজার মালিকের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভোর ৬টার দিকে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় গত ১ জুন তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নমুনা পরীক্ষা করান। ফলাফলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন, ‘সাভারে এখন পর্যন্ত মোট দুই হাজার ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত ৪৭৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন নয় জন।
Comments