দুই দিনের টানা বর্ষণে কমলগঞ্জে বন্যার আশঙ্কা

গত দুই দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে সবগুলো পাহাড়ি ছড়ার পানিও রয়েছে বিপৎসীমার ওপরে। নদের প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্যার আশঙ্কা রয়েছে এই উপজেলায়।
গত মঙ্গলবার ও বুধবার দিনে থেমে থেমে কয়েক দফা ভারী বর্ষণ হলেও রাতে একটানা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বৃষ্টি হওয়ায় কমলগঞ্জে বুধবার রাত থেকে ধলাই নদে পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার ভোর ৬টায় পানি বিপৎসীমা অতিক্রম করে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বৃহস্পতিবার ভোরে ধলাই রেল সেতু এলাকায় পানি বিপৎসীমার ১৯ দশমিক ৮৯ সেন্টিমিটার ওপরে ছিল।
লাঘাটাছড়াসহ সবগুলো পাহাড়ি ছড়াও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন থেকে রহিমপুর ইউনিয়ন পর্যন্ত ধলাই নদের ৫৫ কিলোমিটার এলাকার মাঝে বেশ কিছু জায়গায় প্রতিরক্ষা বাঁধ ঝুকিতে রয়েছে। নদে আরও পানি বাড়লে বাঁধ ভেঙে কমলগঞ্জে বন্যার ঝুঁকি রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, উপজেলা প্রশাসন কমলগঞ্জের নদ-নদী ও ছড়ার দিকে সার্বিক নজরদারি করছে।
Comments