'রিয়াল মাদ্রিদে সুখেই আছেন বেল'

কোচ জিনেদিন জিদানের আস্থা হারিয়েছেন। এমনকি ক্লাবের সমর্থকরাও তাকে আর চান না। মাঝে মধ্যে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের দুয়োও শুনতে হচ্ছে। তারপরও মাদ্রিদে বেশ সুখেই আছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল! সম্প্রতি রেডিও বিবিসি ৪'কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তার মুখপাত্র জনাথন বারনেট।
ছবি: এএফপি

কোচ জিনেদিন জিদানের আস্থা হারিয়েছেন। এমনকি ক্লাবের সমর্থকরাও তাকে আর চান না। মাঝে মধ্যে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের দুয়োও শুনতে হচ্ছে। তারপরও মাদ্রিদে বেশ সুখেই আছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল! সম্প্রতি রেডিও বিবিসি ৪'কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তার মুখপাত্র জনাথন বারনেট।

নতুন মৌসুমে বেলকে আর চায় না রিয়াল মাদ্রিদ, এ সংবাদ বেশ পুরনোই। গত মৌসুমেই তাকে বেচে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল ক্লাবটি। কিন্তু তার উচ্চ বেতন দেওয়ার ক্ষমতা আগ্রহী ক্লাবের না থাকায় শেষ পর্যন্ত মাদ্রিদেই থাকতে হয় তাকে। এবারও সেই একই পরিণতি হতে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় তাকে এতো বেতন দিয়ে নিতে রাজি নয় কোনো ক্লাব। যদিও এবার বেশ কিছু ইংলিশ ক্লাব বেলকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে সেক্ষেত্রে বেতন ভাতায় ছাড় দিতে বলেছেন বেলকে।

তবে বেতন-ভাতায় ছাড় দিয়ে ইংলিশ লিগে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়ে দিয়েছেন বারনেট, 'আমি সবসময়ই বলে আসছি রিয়াল মাদ্রিদে সুখেই আছেন বেল। তার জীবন যাত্রাও দারুণ কাটছে। আমিতো মাদ্রিদের বাইরে যাওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। সে এমন জীবন যাপনই করতে চায়। বাকি জীবনের জন্য এবং তার সন্তান ও তাদের সন্তানদের জন্য সে অনেক টাকা চায়। সে বিশ্বকাপ ছাড়া প্রায় সব কিছু জিতেছে।'

'(প্রিমিয়ার লিগে) ফিরে আসা একটা বড় ব্যাপার হতে পারে তবে আমার মনে হয় না সে এটা চাইবে কারণ সে রিয়াল মাদ্রিদে সুখেই আছে। তার মূল্য কতো এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তার বেতন অনেক বেশি এবং সে কোথায় যাবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আমি কোনো নির্দিষ্ট পরিমাণ ধরতে পারবো না। এটা ক্লাবই নির্ধারণ করবে তাকে কি পরিমাণ বেতন দিবে।' - যোগ করে আরও বলেছেন বারনেট।

এর আগে গত মৌসুমে তার ক্লাব রিয়াল মাদ্রিদকে হুমকি দিয়ে বেল বলেছিলেন, 'আমার এখানে আরও তিন বছরের চুক্তি রয়েছে। যদি তারা আমাকে চলে যেতে দেয়, তাহলে তাদের অবশ্যই আমাকে মৌসুম প্রতি প্রাপ্য ১৭ মিলিয়ন ইউরো বেতন-ভাতা দিয়ে দিতে হবে। যদি না দেয়, তাহলে আমি এখানেই থাকব। এবং এখানে যদি আমাকে গলফও খেলতে হয়, তাই খেলব।’

২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো খরচ করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্স থেকে বেলকে কিনে আনে রিয়াল। ক্লাবে যোগ দেওয়ার পর ১১টি মেজর শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২৪৯টি ম্যাচে অংশ নিয়ে মতো ১০৫টি গোল করেছেন বেল। এছাড়া গোল করতে সহায়তা করেছেন ৬৭টি বার।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago