বরিশালে করোনা থেকে সুস্থ হওয়া চিকিৎসক দ্বিতীয়বার আক্রান্ত
করোনা থেকে সুস্থ হওয়ার কিছুদিন পর আবার করোনা আক্রান্ত হয়েছেন বরিশালের এক চিকিৎসক। তিনি, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন। করোনা থেকে সম্পূর্ণভাবে সেরে উঠে কাজে যোগ দেওয়ার ১০ দিন পর বুধবার রাতে পাওয়া রিপোর্টে আবার কোভিড-১৯ পজিটিভ এসেছে তার।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট তিন জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পর ২০ এপ্রিল পরীক্ষায় আমি জানতে পারি আমিও করোনায় আক্রান্ত। কিছুদিন পর রিপোর্ট নেগেটিভ আসে এবং ২৭ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ছেড়ে বাসায় চলে যাই।’
তিনি আরও বলেন, ‘২০ মে আবার কাজে যোগদানের পর একজন মা কে বাঁচাতে প্লাজমা দানের সিদ্ধান্ত নেই। এই উদ্দেশ্যে ২৬ মে ঢাকায় গিয়ে সেদিনই বরিশালে ফিরে আসি। নিয়মিত ডিউটি করতে গিয়ে জ্বর-কাশির লক্ষণ দেখা দেয়। যদিও প্রথমবার এসবের কোনো লক্ষণই আমার ছিল না। তাই ৩০ মে আবার কোভিড টেস্টের জন্য নমুনা দেই। ২ জুন রিপোর্ট পজিটিভ আসে।’
এখন তিনি আগের মতো আবার নিজেকে আলাদা রেখে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।
Comments