করোনায় বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এ এম গোলাম কিবরিয়ার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া।
আজ শুক্রবার ভোর রাত ১টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে প্রধান অধ্যাপক মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত মঙ্গলবার অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া করোনা পজিটিভ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। বুধবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আজ ভোররাত আনুমানিক ১টার দিকে মারা যান।’
প্র্রয়াত অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়ার ছেলে গোলাম শাহরিয়ার শাওন ডেইলি স্টারকে বলেন, ‘বাবা সবশেষ শমরিতা হাসপাতালে প্র্যাকটিস করতেন। তিনি মাঝে-মধ্যে বাজারে যেতেন। তিনি একটু অস্বস্তি বোধ করায় গত ২৮ মে তার করোনা পরীক্ষা করা হয়। পরদিন রিপোর্টে করোনা পজিটিভ আসে।’
ডা. এস এ এম গোলাম কিবরিয়াকে ফেনীতে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
Comments