হিগুয়াইনকে নিয়ে সংশয়

gonzalo higuain
ছবি: জুভেন্টাস টুইটার

কোপা ইতালিয়া ও ইতালিয়ান সিরি আ’র সূচি চূড়ান্ত হয়ে গেছে। গেল মাসে অনুশীলনে ফেরা ক্লাবগুলো ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে। কিন্তু স্থগিত হয়ে থাকা মৌসুমে আবার মাঠে নামার আগে জুভেন্টাস শিবিরে দুঃসংবাদ।

বৃহস্পতিবার দলগত অনুশীলনের সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন গঞ্জালো হিগুয়াইন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

এক বিবৃতিতে জুভেন্টাস বলেছে, ৩২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইন অনুশীলন চলাকালে ডান পায়ের উরুতে চোট পেয়েছেন। তার মাংসপেশিতে টান লেগেছে। তবে কোনো ক্ষত তৈরি হয়নি। আগামী কয়েক দিন তার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

চলতি মৌসুমে ২৩ ম্যাচে ৫ গোল করেছেন রিয়াল মাদ্রিদ, নাপোলি ও চেলসির সাবেক স্ট্রাইকার হিগুয়াইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ৮টি।

আরও পড়ুন: রোনালদো-দিবালাদের ম্যাচ দিয়ে ফিরছে ইতালিয়ান ফুটবল

চোট পাওয়ায় কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে হিগুয়াইনের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আগামী ১২ জুন নিজেদের মাঠে এসি মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস। এই ম্যাচ দিয়েই লম্বা বিরতির পর মাঠে ফিরছে ইতালিয়ান ফুটবল। গেল ফেব্রুয়ারিতে প্রথম লেগের ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

আগামী ১৭ জুন রোমে অনুষ্ঠিত হবে কোপা ইতালিয়ার ফাইনাল। এরপর ২০ জুন থেকে ফের চালু হবে সিরি আ। করোনাভাইরাসের কারণে গেল ৯ মার্চ স্থগিত করা হয়েছিল ইতালির শীর্ষ ফুটবল আসরটি।

প্রতিযোগিতার টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস নিজেদের প্রথম ম্যাচে বোলোনিয়ার মাঠে খেলতে যাবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হিগুয়াইনদের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ২২ জুন দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

14m ago