ফরিদপুরে পদ্মা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৫
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ আছেন পাঁচ জন। আজ শুক্রবার সকাল সাড়ে সাত টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার জানান।
তিনি বলেন, ‘নিখোঁজ যাত্রীদের সন্ধানে স্পিডবোট ও ট্রলার দিয়ে সন্ধান চালনো হচ্ছে। ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।’
নৌকাডুবিতে নিখোঁজ শ্রকিরা হলেন চুয়াডাঙ্গার মো. শাহাবুর (৩৫), শিলন মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক হোসেন (৪০) এবং সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাছের খারডাঙ্গী গ্রামের মো. সহিদ (১৬) ও রুবেল হোসেন (২৭)।
ওই নৌকার ছিলেন চুয়াডাঙ্গার শ্রমিক মো. আমজেদ আলী (৩২) জানান, ‘শয়তানখালী ঘাট থেকে নৌকাটি ছাড়ার পাঁচ মিনিট পর নদীর তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার ২১ জন যাত্রী সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও পাঁচ জন নিখোঁজ আছেন। এর মধ্যে চুয়াডাঙ্গার তিন জন এবং স্থানীয় দুই শ্রমিক আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, ‘যে নৌাকাটি ডুবে গেছে সেটি ছোট আকারের একটি মাছ ধরার নৌকা। নৌকাটির ধারণ ক্ষমতা ছিল ১০/১২ জন। কিন্তু ওই নৌকায় পার হচ্ছিলেন ২৬ জন। ফলে অধিক যাত্রী ও নদীর তীব্র স্রোতের কারণে নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়।’
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনায় নৌকার মালিক মো. লালন ফকিরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে।’
Comments