গোপনে কোচিং পরিচালনায় দুই শিক্ষককে জরিমানা
সরকারি আদেশ অমান্য করে গোপনে কোচিং কার্যক্রম পরিচালনা করার দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের দুই শিক্ষক জহিরুল ইসলাম (৩৫) ও একরামুল হককে (৩৪) আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তারা বলেন, ‘সরকারি আদেশ অমান্য করায় সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ২৫/১-এর ‘খ’ ধারায় দুই শিক্ষকের প্রত্যেককে চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের জেল প্রদান করা হয়।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা শহরের ফুলকুঁড়ি প্রি ক্যাডেট স্কুলে অভিযান পরিচালনা করে এই দুই শিক্ষককে কোচিং পরিচালনার সময় হাতেনাতে ধরেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
পরে সন্ধ্যায় স্কুলের প্রধান শিক্ষক মহসীন আলী জরিমানার টাকা প্রদান ও সরকারের কোচিং পরিচালনার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত কোচিং বন্ধ রাখার অঙ্গীকার করে মুচলেকা প্রদান সাপেক্ষে ওই দুই শিক্ষককে মুক্ত করেন।
Comments