পুরান ঢাকায় কারখানায় আগুন, দগ্ধ ২
পুরান ঢাকার রায়সাহেব বাজারে একটি তিনতলা ভবনের নীচতলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৭টায় এই আগুন লাগে। এতে দুই জন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কারখানাটি মূলত নাট-বল্টুর। সকালে এখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’
‘এসময় কারখানার ভেতর থেকে অগ্নিদগ্ধ দুজন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সম্ভবত তারা কাজ শেষ করে ঘুমিয়ে ছিলেন’, বলেন তিনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Comments