১৫ দিনে ২৭ হাজার আসামিকে জামিন

সারা দেশে নিম্ন আদালত গত ১৫ কার্যদিবসে ২৭ হাজার ৪৮০ জন ফৌজদারি মামলার আসামিকে জামিন দিয়েছেন। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে জামিন পেয়েছেন ছয় হাজার ৫৪২ জন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।
আজ শনিবার সুপ্রিম কোর্টের সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, তিন শতাধিক আদালত ভার্চ্যুয়াল শুনানি নিয়ে এই জামিন আদেশ দিয়েছেন। গত ১৫ দিনে ৪৭ হাজার ৬২৬টি জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। যাদের জামিন দেওয়া হয়েছে. তাদের অধিকাংশই কারগার থেকে মুক্ত হয়ে বাইরে আছেন।
গত ১০ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা নিয়ে বর্তমান পরিস্থিতিতে জরুরি মামলার শুনানি নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন।
Comments