চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশের এসআই’র মৃত্যু

জ্বর ও সর্দিকাশিতে ভুগে মারা গেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার এক উপপরিদর্শক (এসআই)। আজ সকালে সীতাকুণ্ডের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। আকরামুল ইসলাম (৪৮) নামে ওই পুলিশ সদস্যের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা দ্য ডেইলি স্টারকে জানান, ‘গত তিন দিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন আকরামুল। এসময় থানার কাছে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।’
‘শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখে কয়েকদিন আগে তিনি পরিবারের সদস্যদের লাকসামে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি বাড়িতে একাই ছিলেন’, বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও বলেন, ‘আজ আকরামুলের করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল। সে ব্যাপারে খোঁজ নিতে এক সহকর্মী বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।’
স্বাস্থ্যবিধি মেনে লাকসামে তার দাফন করা হবে বলেও জানান তিনি।
গত মাসে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশের এক সদস্য মারা যান। জেলা পুলিশের তথ্য অনুসারে এখন পর্যন্ত ১৫১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন।
Comments