বরিশালে করোনায় মৃতদের স্মরণে ৫ কি.মি. সড়কে বৃক্ষরোপন
করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের স্মরণে বরিশালে পাঁচ কিলোমিটার সড়কের পাশে বৃক্ষরোপন করা হয়েছে।
আজ শনিবার ‘সময় এখন প্রকৃতির’ শ্লোগান সামনে রেখে ‘কোভিড-ট্রি’ নামে গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন এ কর্মসূচির উদ্যোক্তা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
তার আহ্বানে সারা দিয়ে সকালে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিল্বগ্রাম পাকা সড়ক পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে তাল, খেঁজুরসহ বিভিন্ন ফলদ গাছের চারা
রোপন করা হয়।
গাছরোপনের উদ্যোক্তা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সৈকত গুহ পিকলু বলেন, ‘কোভিড-১৯ প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের সাথে আমরাও আক্রান্ত। আজ আমাদের মানব সভ্যতাকে অবশ্যই মানতে হবে যে, উদ্ভব ও ক্রমবিস্তারের পেছনে কোথাও না কোথাও জীববৈচিত্র্যের ক্ষতি ও বিপর্যয়ের প্রভাব কাজ করছে। করোনা ভাইরাস আমাদের সামনে সেই সত্য আরেকবার উন্মোচন করছে। তাই পরিবেশ রক্ষায় বনায়নের কথা যেন ভুলে না যাই। আমরা যখন নতুন করে স্বাভাবিকতায় ফিরে যাব, তখন চাইব আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন, আমাদের দেশ ও আমাদের পৃথিবী থাকবে দূষণমুক্ত। আর আমরা বসবাস করব সবুজ-নির্মলের সাথে।’
তিনি জানান, কোভিড ট্রি প্রজেক্টের আওতায় এ পর্যন্ত (৬ জুন) বাংলাদেশে যতো জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রতিজনের স্মরণে দুটি করে ফলদ গাছ রোপন করা হবে। এই গাছ যেন ঠিক মতো বেড়ে উঠতে পারে সেজন্য গাছ রোপনের জায়গায় স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীকে পরিচর্যার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। এসব ফলদ গাছের সুফল ভোগ করবে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। বৃক্ষরোপনে স্থানীয় স্বেচ্ছাসেবি, কৃষক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশ নেয়।
Comments