শোয়েবের গতি, ম্যাকগ্রার লাইন-লেংথ চাই রাবাদার

ফাইল ছবি: এএফপি

বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদা। এ সময়ের পরিপূর্ণ বোলারদের তালিকায় প্রথম দিকেই রাখা হয় তাকে। কিন্তু সুযোগ পেলেও নিজেকে আরও পরিপূর্ণ করতেন এ পেসার। সেক্ষেত্রে পাকিস্তানির পেসার শোয়েব আক্তারের গতি, অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার লাইন ও লেংথ, ডেল স্টেইনের আগ্রাসন ও জেমস অ্যান্ডারসনের সুইং চেয়ে নিজেকে একজন 'কমপ্লিট' পেসার হিসেবে তৈরি করতেন এ প্রোটিয়া তারকা।

দক্ষিণ আফ্রিকান জাতীয় দলের এ পেসার ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলেন দিল্লি ক্যাপিটালের হয়ে। ক্লাবটির আয়োজনে আগের দিন ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাবাদা। সেখানেই এক ভক্ত তাকে প্রশ্ন করেন, যদি সুযোগ থাকতো তাহলে একজন 'কমপ্লিট' পেসার হিসেবে নিজেকে গড়তে কি চাইতেন?

সে প্রশ্নের উত্তরে রাবাদা বলেন, 'নিজেকে সেরা বানানোর জন্য সর্বকালের সেরাদের কাছ থেকে কিছু নেওয়ার যদি সুযোগ থাকে, তাহলে আমি শোয়েব আক্তারের গতি ও বাউন্স, গ্লেন ম্যাকগ্রার লাইন ও লেংথ, ডেল স্টেইনের আগ্রাসন এবং জেমস অ্যান্ডারসনের সুইং নিতাম। আমি এমন একজন বোলার হওয়াই পছন্দ করি।'

শুধু নিজের বোলিং নিয়ে নিজের চাওয়ার কথা বলেননি রাবাদা, সুযোগ থাকলে বেশ কিছু মহান খেলোয়াড়দের বিপক্ষে বল করার স্বপ্নটাও পূরণ করে নিতেন এ পেসার, 'আমার মনে হয় কেভিন পিটারসেন, শচিন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস এবং রিকি পন্টিংয়ের বিপক্ষে বল করতে পছন্দ করতাম।'

অনেক কিংবদন্তির অনেক কিছু চাইলেও বিধ্বংসী পেসার হিসেবে এরমধ্যেই নামডাক কামিয়েছেন রাবাদা। ৪৩টি টেস্ট ম্যাচ খেলে এরমধ্যেই ১৯৭টি উইকেট পেয়েছেন তিনি। ৭৫টি ওয়ানডে ম্যাচে পেয়েছেন ১১৭টি উইকেট। এ দুই সংস্করণেই বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগেও দারুণ সফল। আইপিএলে গত মৌসুমে দিল্লির হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ২৫টি উইকেট।

 

Comments