পুলিশের ৬২০৬ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ১৭
পুলিশের আরও ২০৭ জন সদস্য গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৬ জনে।
গত ২৪ ঘণ্টায় ৩২২ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৭৬৭ জন পুলিশ সদস্য। এদের বেশিরভাগ আবার কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা।
আক্রান্তদের মধ্যে ডিএমপি সদস্য এক হাজার ৮২৮ জন। দেশে আজ পর্যন্ত করোনায় পুলিশের একজন সিভিল স্টাফসহ ১৭ সদস্যের মৃত্যু হয়েছে।
বর্তমানে পুলিশের ছয় হাজার ৪৫১ জন সদস্য কোয়ারেন্টিনে এবং দুই হাজার সাত জন সদস্য আইসোলেশনে আছেন।
পুলিশ কর্মকর্তাদের দাবি, আক্রান্ত সহকর্মীদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তারা করেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ থাকায় একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করেছে কর্তৃপক্ষ।
সূত্র জানায়, রাজধানীতে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ১১টি আবাসিক হোটেল ভাড়া করা হয়েছে।
Comments