ফরিদপুরে চাচার হাতে ভাতিজা খুন

ফরিদপুরের সালথায় সম্পত্তি বণ্টন সম্পর্কিত পারিবারিক কলহের জেরে চাচার মারপিটে আহত ভাতিজার মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হয়ে মৃত্যু হওয়া ভাতিজা হামিদ খান (২৫) ওই গ্রামের মহিউদ্দিন খানের (৫৫) ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত চাচা পলাতক আছেন। নিহত হামিদের মাথায় দায়ের কোপের চিহ্ন আছে।
এলাককাবাসী সূত্রে জানা গেছে, সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিয়ে মনিরউদ্দিন খান ও তার ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে সম্পত্তির ভাগ বণ্টন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষই কমবেশি আহত হয়। আহতদের মধ্যে ভাতিজা হামিদ খানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত এক টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Comments