সীমান্ত উত্তেজনা: ‘শান্তিপূর্ণ’ সমাধানে একমত চীন-ভারত
শান্তিপূর্ণভাবে সীমান্ত পরিস্থিতি সমাধানের ব্যাপারে একমত হয়েছে চীন ও ভারত।
লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনার মুখে গতকাল শনিবার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) এর চীনা পয়েন্ট মালডোতে ভারত-চীনের মধ্যে সামরিক পর্যায়ের বৈঠক হয়।
রোববার ওই বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশেই দুদেশের সেনা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানানো হয়েছে।
এনডিটিভি জানায়, দ্বিপাক্ষিক অঙ্গীকার অনুযায়ী দুই দেশই ‘শান্তিপূর্ণভাবে’ পরিস্থিতির সমাধান চায়।
এছাড়াও বিবৃতিতে চলতি বছর ভারত-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছর পূর্তির বিষয়টি উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যত দ্রুত সমস্যা মিটবে, তত তাড়াতাড়ি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে বলে একমত হয়েছে উভয় পক্ষ।’
চীনের সঙ্গে সীমান্ত-বিবাদ মেটাতে সামনের দিনগুলোতেও ভারত কূটনৈতিক ও সামরিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ভারত সরকার।
বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন ফোর্টিন্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহ। চীনের পক্ষে ছিলেন তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার।
গত মে মাসের শুরুর দিক থেকে পূর্ব লাদাখ সীমান্তের প্যাংগং লেক এলাকায় দু’দেশের সেনা মোতায়েন ঘিরে ভারত-চীন সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। টানা প্রায় এক মাস দুই দেশের উত্তেজনার মুখে সামরিক পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেয় ভারত।
সামরিক পর্যায়ের বৈঠকের পর দুই দেশের সীমান্ত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
Comments