লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: সারাদেশে ২২ মামলায় গ্রেপ্তার ১৩

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি হত্যার ঘটনায় সারাদেশে দায়ের হওয়া ২২টি মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি হত্যার ঘটনায় সারাদেশে দায়ের হওয়া ২২টি মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কঠোর নির্দেশে মানবপাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ পুলিশের সব ইউনিট, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

এর আগে, গত ১ জুন দেশের সব পুলিশ ইউনিট প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আইজিপি বলেন, ‘আমাদের দেশের মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশ আর এমন অবস্থানে নেই যে, দেশের মানুষকে এতটা অসহায়ভাবে মরতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষদের প্রতারণা করে বিদেশে নিয়ে যাওয়া এবং এই শোচনীয় মৃত্যুর পেছনে যারা দায়ী, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। এদের প্রতিটি সিন্ডিকেটের সন্ধান করা হবে এবং আইনের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করা হবে, যাতে কেউ জীবন নিয়ে খেলার এবং কোনো বাংলাদেশিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সাহস না করে।’

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

3h ago